ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা
ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা

ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ট্রেইনি চিকিৎসকেরা

ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা। আজ রোববার দুপুরে রাস্তা অবরোধ করেন তাঁরা। ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে রাস্তা অবরোধ করেছেন এই চিকিৎসকেরা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন প্রথম আলোকে বলেন, দুপুর পৌনে ১২টা থেকে শাহবাগ মোড় এলাকায় অবস্থান নেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসানের সই করা এক প্রজ্ঞাপনে এফসিপিএস প্রথম পর্ব পাস করা প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা করা হয়।

এর আগে গত রোববারও (২২ ডিসেম্বর) এসব চিকিৎসকেরা তাঁদের বেতন ৫০ হাজার টাকা করার দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেন।