সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে

চাকরিতে বয়স ৩৫ করার দাবি

আন্দোলনকারীদের ওপর পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, এই বাসভবনের সামনে সভা-সমাবেশ করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।

এর আগে সকাল ১১টার দিকে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েক শ চাকরিপ্রত্যাশী। এ সময় তারা নানা ধরনের স্লোগান দেন। পরে সেখান থেকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওয়ানা হন। পুলিশ সড়কে প্রতিবন্ধক (ব্যারিকেড) তৈরি করে তাদের দিয়ে আটকে দেয়। তখন আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে

আন্দোলনকারী সঞ্জয় কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘আমরা শাহবাগ থেকে যমুনার দিকে রওয়ানা হলে পুলিশ শাহবাগে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে। পরে সেটি অতিক্রম করে যমুনার সামনে গেলে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।’

বিকেল সোয়া চারটার দিকে এই চাকরিপ্রত্যাশী আন্দোলনকারী বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করার দাবিতে চাকরিপ্রত্যাশীরা এখনো প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে আছেন। সরকারের কাছ থেকে দাবি মেনে নেওয়ার স্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত যমুনার সামনে অবস্থান চলবে।

পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসে কয়েকজন আহত হয়েছেন বলে রনি জোয়ার্দার নামের এক আন্দোলনকারী জানিয়েছেন।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা একটি কেপিআইভুক্ত এলাকা এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা-সমাবেশের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এজন্য আন্দোলনকারীদের সরে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা না সরায় সীমিত আকারে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।

এদিকে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি পর্যালোচনায় একটি কমিটি গঠন করেছে সরকার। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, এই কমিটির প্রধান করা হয়েছে সাবেক সচিব আব্দুল মুয়ীদ চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। কমিটির সদস্যসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এই কমিটি আগামী সাত দিনের মধ্যে পরামর্শ দেবে।