গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানের নিকেতনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণে দগ্ধ দুই যুবকের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তাঁর নাম গোপাল মল্লিক (২৮)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের  আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন গোপাল মল্লিকের মৃত্যুর খবর জানিয়েছেন।

নিকেতন এলাকার একটি ভবনের পাঁচতলায় এসি বিস্ফোরিত হয়ে গত শনিবার গোপাল মল্লিকসহ দুজন অগ্নিদগ্ধ হন। দগ্ধ আরেকজন হলেন মিজানুর রহমান। তাঁদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

গোপাল মল্লিকের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরের জয় নারায়ণপুর গ্রামে। তাঁর বাবার নাম দ্বিজেন্দ্র মল্লিক। তিনি পান–সুপারি ব্যবসায়ী ছিলেন। দুই ভাইবোনের মধ্যে গোপাল ছিলেন ছোট।