দুর্গাপূজায় এবার কোনো ধরনের নিরাপত্তাঝুঁকি নেই বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন। তিনি বলেছেন, পূজা এবার নির্বিঘ্নে হবে।
আজ রোববার বিকেলে রাজধানীর রমনা কালীমন্দির দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। দুর্গাপূজার নিরাপত্তায় সেনা, নৌ ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবার এ জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধাবিপত্তি ফেস (মোকাবিলা) করবেন না।’
নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, মন্ত্রণালয়ের তরফ থেকে আট দফা নির্দেশনা প্রতিটি পূজামণ্ডপে পাঠানো হয়েছে। সেসব নির্দেশনা বিভাগীয় কমিশনার, উপমহাপরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ প্রশাসনের সবার কাছে পাঠানো হয়েছে। আশা করব, আপনারা নির্বিঘ্নে এই পূজা উদ্যাপন করতে পারবেন।
জাহাঙ্গীর আলম বলেন, পূজা নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা দরকার। পূজা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা ২৪ ঘণ্টা পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন। তাঁরা মধ্যরাতে উধাও হয়ে যাবেন না বলে প্রত্যাশা তাঁর।
গত ১৫ বছরে যেসব সাম্প্রদায়িক হামলা হয়েছে, সেসবের বিচার হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপকর্মের সঙ্গে যারা জড়িত, তারা অবশ্যই বিচারের সম্মুখীন হবে।
শ্রীশ্রী রমনা কালীমন্দির শারদীয় দুর্গাপূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক অপর্ণা রায় দাস এ সময় উপস্থিত ছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন সম্পাদক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অপর্ণা রায় দাস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন। ভারত থেকে উসকানি দিয়ে মানুষের কাছে সাম্প্রদায়িক দাঙ্গার বিষয়টি তুলে ধরতে চান। গত ১৫ বছরও এ দেশের হিন্দুরা নিরাপত্তাহীনতায় ছিলেন।