রমজানে ঢাকার ২০ স্থানে সুলভে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার

প্রতীকী ছবি: ইউএনবি
প্রতীকী ছবি: ইউএনবি

রাজধানী ঢাকায় ২৩ মার্চ থেকে কম দামে মাংস, ডিম ও দুধ বিক্রি করবে সরকার। এ কার্যক্রম ২৮ রমজান পর্যন্ত চলবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, পবিত্র রমজান মাসে জনসাধারণের চাহিদা মেটাতে ঢাকার ২০টি পয়েন্টে মাংস, ডিম ও দুধ বিক্রি করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম আগামী বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে গরুর মাংস, খাসির মাংস, ব্রয়লার মুরগি, দুধ ও ডিম বিক্রির এ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ইফতেখার হোসেন আরও বলেন, মাংস, ডিম ও দুধ বিক্রির এ কার্যক্রম পরিচালনা করবে প্রাণিসম্পদ অধিদপ্তর। তবে এসব পণ্যের দাম এখনো নির্ধারণ করা হয়নি।

রমজানে পরিবারের প্রোটিন গ্রহণের সুবিধার্থে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য ‘সস্তায়’ বিক্রি করা হবে বলে জানান মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা।