দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে আরও আটজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৩১ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ২৪৭ জন ডেঙ্গুতে মারা গেলেন। আর চলতি জুলাইয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২০০ জন।
সাভারের সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা হেলথ কেয়ার হাসপাতাল, কমফোর্ট নার্সিং (ধানমন্ডি), সালাউদ্দিন হাসপাতাল, ডা. এম আর খান শিশু হাসপাতাল, লাইফ অ্যান্ড কেয়ার হাসপাতাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর তথ্য না দেওয়ায় প্রতিবেদনে যুক্ত করা যায়নি বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানীর হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১ হাজার ১৮৪ জন। বাকি ১ হাজার ৫৪৭ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার বাসিন্দা চারজন ও ঢাকার বাইরের চারজন।
চলতি বছর এখন পর্যন্ত ৪৯ হাজার ১৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৮ হাজার ৩২ জন ও ঢাকার বাইরে ২১ হাজার ১০৬ জন আক্রান্ত হয়েছেন।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।
জুলাই মাস এখনো শেষ হয়নি। তবে গত জুন মাসের তুলনায় চলতি জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রায় সাত গুণ বেড়েছে।
দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক শাহাদাত হোসেন।
ব্রিফিংয়ে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত মাসে ৫ হাজার ৯৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আর চলতি জুলাই মাসের ২৯ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৩৮ হাজার ৪২৯।
ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। আক্রান্ত পুরুষের হার ৬৪ শতাংশ। আক্রান্ত নারীর হার ৩৬ শতাংশ।
ঢাকায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। এখানে ভর্তি রোগীর সংখ্যা ৬১০। ঢাকায় শিশুদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি।
ডেঙ্গুর টিকার বিষয়ে ব্রিফিংয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে বলা হয়, বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে।