দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ১২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গুতে কেউ মারা যায়নি। এর আগের দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন পাঁচজন ও ঢাকার বাইরে সাতজন।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হলেন ৪২৪ জন। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২০১ জন, ঢাকার বাইরে ২২৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকায় ৪৩ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৫০ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন তিনজন।
২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যু হচ্ছে। ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ২৮১ জন মারা যান গত বছর।