ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বনশ্রী খালপাড় এলাকায় (মেরাদিয়া খাল) পড়ে থাকা বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, খালপাড়ের একটি অংশ থেকে ৪১১ দশমিক ৫০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে তারা।
পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে গত সোমবার। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে এদিনই তৎপরতা শুরু করে দুই সিটি করপোরেশন। তবে ঈদের তিন দিন পরও বনশ্রী খালপাড়ের ওই অংশে বর্জ্য পড়ে ছিল। গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের কেউ সেই বর্জ্য অপসারণ করেননি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
খালপাড়ের ওই অংশটি কোন সিটির আওতায়, তা নিয়ে অস্পষ্টতার কারণে প্রথমে বর্জ্য সরানো হয়নি বলে উল্লেখ করা হয়েছে দক্ষিণ সিটির বিজ্ঞপ্তিতে। তাতে বলা হয়, বিষয়টি নজরে আসার পর দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বর্জ্য অপসারণের নির্দেশ দেন। এলাকাটি কোন সিটির আওতায়, তা নিয়ে ‘দড়ি টানাটানি না করে’ বর্জ্য অপসারণ করতে বলেন তিনি।
দক্ষিণ সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল দুপুর ১২টা থেকে দিবাগত রাত ৩টা পর্যন্ত ওই বর্জ্য অপসারণ করে ঢাকা দক্ষিণ সিটি।
ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম আজ প্রথম আলোকে বলেন, জায়গা নিয়ে দ্বন্দ্ব হতেই পারে। বিষয়টি নিয়ে তিনি দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। যৌথভাবে পরিমাপ করে জায়গাটি কোন সিটির অধীন, সেটা ঠিক করে নেওয়া হবে।