রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল কালাম আজাদ (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আবুল কালামের গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি উপজেলার দরিকান্দি গ্রামে। তাঁর বাবার নাম আবদুর রাজ্জাক। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তাঁর একটি ছেলে রয়েছে।

আবুল কালামের ছোট ভাই আবদুস সালাম বলেন, তাঁর ভাই রাজধানীর বংশালে একটি রডের দোকানের ব্যবস্থাপক ছিলেন। আজ সকালে নারায়ণগঞ্জের বাসা থেকে মোটরসাইকেল করে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তামান্না আক্তার বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তাজ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন আবুল কালাম। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়ার ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।