রাজধানীর মিরপুর এলাকায় নির্মিত কালশী উড়ালসড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে আজ রোববার। এতে স্বল্প সময়ে মিরপুর থেকে বিমানবন্দর, উত্তরা এলাকায় যেমন যাওয়া যাবে, তেমনি গুলশান, বনানী ও রামপুরা এলাকায় যাওয়াও সহজ হবে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ১০ ধেকে ১৫ মিনিটের মধ্যে মিরপুর থেকে বিমানবন্দরে যাওয়া যাবে।
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই উড়ালসড়ক ও প্রশস্ত রাস্তার উদ্বোধন করবেন।
‘ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, উন্নয়ন ও কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ’ নামের প্রকল্পটির কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের জানুয়ারিতে। এর আওতায় কালশী থেকে মাটিকাটার ইসিবি চত্বর যাওয়ার রাস্তাটি আগের চেয়ে প্রশস্ত হয়েছে। ওপর দিয়ে নির্মাণ করা হয়েছে উড়ালসড়ক।
প্রকল্পের তথ্য অনুযায়ী, ৩ দশমিক ৭ কিলোমিটার লম্বা সড়কটি চওড়ায় ১২২ ফুট। লেন রয়েছে ৮টি। এর মধ্যে দুটি লেন অযান্ত্রিক যানবাহনের জন্য। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১ হাজার ১২ কোটি ১১ লাখ টাকা। এটি যৌথভাবে বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড।
ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা বলছেন, ওই এলাকায় মিরপুর সেনানিবাস, চিড়িয়াখানা, সেনাবাহিনীর আবাসন, অনেক শিক্ষা ও চিকিৎসাপ্রতিষ্ঠান, জাতীয় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। মিরপুরের যাতায়াত সহজ করতে আগেই নতুন সড়ক ও সেনানিবাস এলাকায় উড়ালসড়ক নির্মাণ করা হয়েছিল। এতে মিরপুরে যাতায়াতে সড়কটির ব্যবহার অনেক বেড়ে যায়। তবে কালশী মোড়ে সরু থাকায় সেখানে প্রায় যানজট হতো। এখন ওই পথ দৈনিক এক লাখ যানবাহনের চাপ সামলাতে পারবে।