সায়েন্স ল্যাব এলাকার তিনতলা একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন
সায়েন্স ল্যাব এলাকার তিনতলা একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন

সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণে নিহত ৩

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার তিনতলা একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে।

আজ রোববার বেলা ১১টার কিছু আগে এ ঘটনা ঘটে। বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর সায়েন্স ল্যাব মোড় থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেছেন, ধানমন্ডি এলাকার বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর ওই তিনজন মারা গেছেন। তাঁরা হলেন, শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। তাঁদের পরিচয় এখনো জানা যায়নি।

বিধ্বস্ত ভবন

ডিএমপির অতিরিক্ত কমিশনার মুহিতউদ্দিন খন্দকার বলেছেন, অগ্নিকাণ্ডে ১৪ জন দগ্ধ ও আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভবনের তিনতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে

ঘটনাস্থলে দেখা গেছে, ভবনটির তিনতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবন থেকে ইট ও জানালার কাচ উড়ে গিয়ে রাস্তা ও আশপাশের এলাকায় পড়েছে।

ঘটনাস্থলে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করছে। তিনতলা ওই ভবনে বেশির ভাগই কাপড়ের দোকান ছিল। আশপাশে বেশ কয়েকটি আবাসিক ভবন রয়েছে। সেখান থেকে মানুষ আতঙ্কে নিচে নেমে এসেছেন।

ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা