রাজধানীর সায়েন্স ল্যাবের বসুন্ধরা গলিতে একটি ভবনে বিস্ফোরণের ফলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার আজ রোববার সকাল ১০ টা ৫২ মিনিটের দিকে এ আগুন লাগে। বেলা ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা গেছে। মোট চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
সায়েন্স ল্যাবের কাছে ওরিয়েন্টাল লগ কেবিনের বাসিন্দা জাহারাত জাহান প্রথম আলোকে বলেন, তিনি প্রথম বিকট একটি শব্দ শুনতে পান। তিনি ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে। পরে বারান্দায় গিয়ে দেখেন চারপাশ শুধু ধোয়া আর ধোয়া। তিনি সন্তানদের নিয়ে নিচে নেমে যান। ভবনের অন্য বাসিন্দাদেরও নিচে নামিয়ে খোলা জায়গায় রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, সায়েন্স ল্যাবের একটি ভবনে প্রথমে বিস্ফোরণের পর আগুন লাগে। ভবনটির নাম শিরিন ম্যানসন বলে জানা গেছে। মোট চারটি ইউনিট আগুন নেভাতে যায়। বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।