জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেছে। আহ্বায়ক কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানকে আহ্বায়ক ও বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামসুল আরেফিনকে সদস্যসচিব করা হয়েছে। ২৭ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ১৮ জন ও সদস্য হিসেবে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, তবে কমিটিতে কোনো নারী শিক্ষার্থী নেই।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।’
কমিটির যুগ্ম আহ্বায়কেরা হলেন জাফর আহম্মেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, কাজী রফিকুল, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, সাখাওয়াত ইসলাম, রাশেদ বিন হাসিম, জাহিদুল ইসলাম, মাইনউদ্দিন চৌধুরী, মেহেদী হাসান, মোজাম্মেল মামুন, হাসিবুল ইসলাম, রবিন মিয়া ও শামিম মিয়া।
সদস্যরা হলেন রিয়াসাল রাকিব, মুবাইদুর রহমান, তানভীর রহমান, আবু হেনা, ইমরান হাসান, মাহিদ হোসেন ও মাশফিকুল রাইন।