লাশ
লাশ

যাত্রাবাড়ীতে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকা থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে মীরহাজীরবাগের তামিরুল মিল্লাত মাদ্রাসা রোডের ইঞ্জিনিয়ার গলির পাকা রাস্তার ওপর ওই ব্যক্তির মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। তাঁর পরনে শার্ট ও প্যান্ট ছিল।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির মাথা ও পিঠে পাঁচটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তাঁর বাঁ হাতের রগ কাটা। বাঁ পায়ের নিচের অংশে, ডান পায়ের হাঁটু ও নিচের অংশেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।