রাজধানীর ফার্মগেট এলাকায় বাস ছিল অপেক্ষাকৃত কম। আজ সকাল পৌনে ১০টার দিকে তোলা
রাজধানীর ফার্মগেট এলাকায় বাস ছিল অপেক্ষাকৃত কম। আজ সকাল পৌনে ১০টার দিকে তোলা

রাজধানীতে যানবাহন চলাচল তুলনামূলক কম

রাজধানীর সড়কগুলোয় আজ বৃহস্পতিবার সকালের দিকে যানবাহন চলাচল অপেক্ষাকৃত কম দেখা গেছে। সরকারি পরিবহন বিআরটিসির বাস বেশি চোখে পড়েছে। প্রাইভেট কার বা অন্যান্য গণপরিবহনের বাস কম দেখা গেছে। তবে মেট্রোরেল স্বাভাবিকভাবে চলছে।

আজ সপ্তাহের শেষ কর্মদিবস। সাধারণত এই দিনে, বিশেষ করে সকালের দিকে সড়কে যানজট থাকে বেশি। কিন্তু আজ সেই চেনা দৃশ্য নেই। রাজধানীর বিজয় সরণিতে যানবাহনের তেমন কোনো চাপ দেখা যায়নি। সেখানে মোটামুটি ফাঁকা। বিআরটিসিসহ কয়েকটি পরিবহনের বাস চলতে দেখা গেছে। তবে রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।

রাজধানীর ফার্মগেট এলাকায় বেসরকারি গণপরিবহনের কয়েকটি বাস দেখা গেছে। সেগুলোতে প্রচণ্ড ভিড়। ঠাসাঠাসি করে এসব বাসে যাত্রীদের যেতে দেখা গেছে। রাস্তায় রিকশা চলতেও দেখা গেছে।

রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে কয়েকটি বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে এই চার মাথায় তেমন কোনো ভিড় ছিল না।

মোহাম্মদপুর এলাকায় বাস চলাচল খুব কম, তবে রিকশা আছে। আসাদগেটের মোড়ে কয়েকটি বাস চলতে দেখা গেছে। এর মধ্যে বিআরটিসি ও ক্যান্টনমেন্ট রুটে চলাচলকারী একটি বাস আছে। এখানে রিকশা চলাচলও করতে দেখা গেছে।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গণপরিবহন দেখা যায়নি

আজ সকাল ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচক্করে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে। সেখানে পুলিশের সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে। মিরপুরের শেওড়াপাড়া থেকে ১০ নম্বরের গোলচক্কর পর্যন্ত অধিকাংশ মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। অন্যান্য দিনের তুলনায় যানবাহন ও লোক চলাচল খুবই কম।