রাজধানীর মিরপুরের একটি বাসায় আগুন লেগে দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ দুজন হলেন—হাজেরা বেগম (৪৫) ও আরিয়ান (১৪)। আরিয়ান ওই বাসার গৃহকর্মী। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
হাজেরার স্বামী আবদুস সালাম প্রথম আলোকে বলেন, গভীর রাতে তাঁদের বাসায় আগুন ধরে যায়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বিস্ফোরণ, নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি তাঁরা বুঝতে পারছেন না। হাজেরা ও গৃহকর্মী আরিয়ান ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক আইয়ুব হোসেন বলেন, গৃহবধূ হাজেরার শরীরের ৫০ শতাংশ আর গৃহকর্মী আরিয়ানের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।