রাজধানীতে পৃথক ঘটনায় এক নারীসহ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন খায়রুন নেসা (৪৭) ও জাকারিয়া (১৮)।
আজ বৃহস্পতিবার আজিমপুর ও পল্লবীতে ঘটনা দুটি ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দুই থানাকে জানানো হয়েছে।
খায়রুন নেসার বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তিনি কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন আর জাকারিয়ার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তিনি থাকতেন মিরপুর ১১ নম্বর সেকশনে।
খায়রুন নেসার সহকর্মী নাদিমের ভাষ্য, তাঁরা আজিমপুর সরকারি কলোনির চারতলা একটি ভবনের ছাদ মেরামতের কাজ করছিলেন। ছাদ পরিষ্কার করা সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান খায়রুন নেসা। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
অপর ঘটনা সম্পর্কে সহকর্মী মো. জালাল বলেন, পল্লবীর ১১ নম্বর সেকশনের একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন জাকারিয়া। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।