নবজাতক
নবজাতক

জগন্নাথ হলের প্রধান ফটকের সামনের সড়ক থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে প্রবেশের প্রধান ফটকের সামনের সড়ক থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ। ময়নাতদন্তের জন্য ওই নবজাতকের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহমুদ হাসান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনের সড়কের একটি স্থান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি একটি ওষুধের কার্টনের ভেতর রাখা ছিল।

এসআই মাহমুদ হাসান আরও বলেন, নবজাতকের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের জন্য ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হবে।