লাশ
লাশ

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গুলিতে একজন নিহত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গুলিতে মো. শানেমাজ (৩৮) নামে একজন নিহত হয়েছেন। তিনি পেশায় একটি রেস্তোরাঁর কর্মী ছিলেন। বুধবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় শানেমাজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক রাতে এসব তথ্য জানান। 

মো. ফারুক বলেন, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

মোহাম্মদপুর জেনাভা ক্যাম্পের আবু বক্কর সিদ্দিকের ছেলে শানেমাজ। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে এনেছিলেন প্রতিবেশী মো. শফিক। তিনি বলেন, রাত পৌনে ১১টার দিকে মোহাম্মদপুর হুমায়ুন রোডস্থ জেনেভা ক্যাম্পে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলছিল। এ সময় কাজ শেষে কর্মস্থল থেকে ফিরছিলেন শানেমাজ। সড়কের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি দেখার সময় বুকে গুলি লাগে তাঁর। 

নিহতের বোন নাসরিন জানান, দিনের কাজ শেষে বাড়ি ফেরার পথে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলির মাঝে পড়ে তাঁর ভাই নিহত হয়েছেন।