লাশ
লাশ

ঢাকার সদরঘাটের লঞ্চের কেবিন থেকে যুবক-যুবতীর মরদেহ উদ্ধার

ঢাকার সদরঘাটে একটি লঞ্চের কেবিন থেকে এক যুবক ও এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সদরঘাটে চাঁদপুর থেকে ঢাকাগামী ময়ূর-৭ লঞ্চের কেবিন থেকে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী বলেন, খবর পেয়ে ময়ূর-৭ লঞ্চের ৩১১ নম্বর কেবিন থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। যুবক-যুবতী লঞ্চের কেবিনে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

যাত্রাবাড়ীতে আরেক যুবকের মরদেহ উদ্ধার

এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে বস্তায় প্যাঁচানো কর্কশিটের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম নূরনবী (৩৭)। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়।

শুক্রবার দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী সবজি মার্কেটের সামনে ওভারব্রিজের নিচ থেকে নূরনবীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম বিল্লাহ বলেন, এক রিকশাচালক ওই বস্তা নিয়ে টানাটানি করছিলেন। মানুষের মরদেহ দেখে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এটিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, নিহত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।