প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের (ডিজিডিপি) ওষুধ সরবরাহে প্রতারণার অভিযোগে নাজমুল হক নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১। আজ শুক্রবার বিকেলে তাঁকে রাজধানীর মানিকদী এলাকা থেকে আটক করা হয়। র্যাব বলছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভেজাল ওষুধ সরবরাহ করে আসছিলেন নাজমুল।
র্যাব-১ এর মেজর আহনাফ প্রথম আলোকে বলেন, ডিজিডিপির ওষুধ কেনার প্রক্রিয়ায় প্রতারণা করে আসছিলেন নাজমুল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।
সরকারি প্রতিষ্ঠানে ওষুধ সরবরাহে নাজমুলের কোনো অনুমতি আছে কি না জানতে চাইলে আহনাফ বলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।