রাজধানীর বিজয় সরণি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তাঁর নাম ইমদাদুল হক (৩০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
শনিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য ইমদাদুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন, হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক।
ইমদাদুল হকের ছোট ভাই মো. জয় প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তাঁর ভাই একটি মোটরসাইকেলে করে বিজয় সরণি মোড়ে আসেন। তখন আরেকটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ইমদাদুল।
পরে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইমদাদুল হকের গ্রামের বাড়ি পিরোজপুরে। তিনি রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতেন।