হাসপাতালে ডেঙ্গু রোগী
হাসপাতালে ডেঙ্গু রোগী

দুই মাসের বেশি সময় পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখল দেশ

৭৩ দিন পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় এই রোগে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত ৪ অক্টোবর ডেঙ্গুতে মৃত্যুহীন দিন দেখা গিয়েছিল। এরপর প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ডিসেম্বরে এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ৬০ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর এ সংখ্যা ৫৪৮।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেশন বাদে) হাসপাতালগুলোয় সর্বোচ্চ ৯৬ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৭২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫২, খুলনা বিভাগে ৪৪, বরিশাল বিভাগে ৩৬, চট্টগ্রাম বিভাগে ৩৪, রাজশাহী বিভাগে ২০, ময়মনসিংহ বিভাগে ১৫, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগের হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর ঢাকাসহ সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ হাজার ৮৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। চলতি বছর দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ মারা যান গত নভেম্বরে, ১৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২০ হাজার ৮৪৯ রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন। এরপর ঢাকা বিভাগের (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ১৮ হাজার ২৪৭ জন ভর্তি হয়েছেন। আর তৃতীয় সর্বোচ্চ ১৭ হাজার ৪৫২ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অপর দিকে এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২৩১ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১০১ জনের ও বরিশালে ৫৮ জনের। আর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী ব্যক্তিরা, এ সংখ্যা ১৪ হাজার ৭৮৮। অপর দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সীদের।