ঢাকা মেডিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
ঢাকা মেডিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

বেইলি রোডে আগুন

আমাদের একজন সহকর্মীর মেয়ে মারা গেছেন: আইজিপি

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুনে পুলিশের এক সদস্যের মেয়ে মারা গেছেন। সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। এতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সেখানে আইজিপি সাংবাদিকদের বলেন, ‘আমাদের একজন সহকর্মীর কন্যা মারা গেছেন। পুলিশ হাসপাতালে আরও একজন মারা গেছেন। দোয়া করবেন যে ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের জীবন যেন রক্ষা পায়।’

এরপর রাত আড়াইটার দিকে আইজিপি ঢাকা মেডিকেলে গিয়ে সাংবাদিকদের জানান, রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে একজনের মরদেহ রয়েছে। সব মিলিয়ে আগুনে ৪৪ জনের মৃত্যুর খবর পেয়েছেন তিনি।

আগুনে পেছনে নাশকতার আশঙ্কা রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশ, র‌্যাব, বিজিবি ও ফায়ার সার্ভিস কাজ করছে। কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।