রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিখোঁজ মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ভবনের বেজমেন্ট থেকে তাঁর লাশ বের করে আনা হয়৷ ভবনে আর কোনো ভিকটিম নেই বলে নিশ্চিত হয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ঢাকা সহকারী পরিচালক আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, গতকাল দুটি লাশ পাওয়া গিয়েছিল। সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়। নিখোঁজ মেহেদী হাসান স্বপনের লাশ পাওয়া গেছে। তাঁর স্বজনেরা এটি মেহেদীর লাশ বলে নিশ্চিত করেছেন।
মেহেদীর পরিবার বলছে, তাঁর ওজন ছিল ১২০ কেজির মতো। তাঁর মরদেহ বহনে দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে।
আক্তারুজ্জামান বলেন, ভবনে আর কোনো ভিকটিম নেই বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার অভিযান চলবে কি না সেটি ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভবনের বেজমেন্টে বাংলাদেশ স্যানিটারি নামে একটি দোকান ছিল। মেহেদী ছিলেন ওই দোকানের ব্যবস্থাপক। বেজমেন্টের দক্ষিণ পাশে সিঁড়ির নিচে মেহেদীর মরদেহ পাওয়া যায় ৷
ফায়ার সার্ভিস আজ সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে না।
গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। কুইন মার্কেটের সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।