পুরান ঢাকার ইসলামপুর রোডের প্রায় মাঝামাঝি স্থানে (লায়ন টাওয়ারের পাশে) দক্ষিণ দিকে চলে গেছে সৈয়দ আওলাদ হোসেন লেন। লেনের মাথায় দাঁড়ালেই চোখে পড়ে মোগল রাজধানীর প্রতিষ্ঠাতার নামাঙ্কিত ইসলাম খান মসজিদটির প্রায় ১১০ ফুট লম্বা কারুকাজখচিত বর্ণাঢ্য মিনার। মসজিদে চলছে নির্মাণকাজ। মসজিদটির আছে কয়েকটি মিনার। গত বৃহস্পতিবার ছবিগুলো তোলা।