কামরাঙ্গীরচরে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, স্বামীর নির্যাতনে তিনি মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ওই নারী নাম মেহেরুন নেসা (১৮)। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা আনোয়ার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।

এসআই মোস্তফা আনোয়ার বলেন, ঝালকাঠির মেয়ে মেহেরুন নেসার সঙ্গে চার বছর আগে শেরপুরের মো. সোহেলের বিয়ে হয়। এই দম্পতির দুই বছর বয়সী একটি মেয়েশিশু আছে। বিয়ের পর কামরাঙ্গীরচরের ট্যানারি পুকুরপাড় জামাল দেওয়ান সড়কের বাদশা মিয়া বাড়িতে তাঁরা ভাড়া থাকেন। দীর্ঘদিন ধরে তাঁদের পারিবারিক বিরোধ চলে আসছিল। মেহেরুন নেসার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আজ দুপুরে মেহেরুন নেসাকে নির্যাতন ও শ্বাসরোধ করে সোহেল পালিয়ে যান। পরে মেহেরুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেরুন নেসার বড় বোন তন্নিকা বেগম প্রথম আলোকে বলেন, পারিবারিক বিরোধের জেরে সোহেল তাঁর বোনকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন।

কামরাঙ্গীরচর থানা-পুলিশ জানায়, সোহেল কামরাঙ্গীরচরের স্থানীয় একটি কারখানায় চাকরি করেন।

এসআই মোস্তফা আনোয়ার বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।