রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাব্বির ভূঁইয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কোনাপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ে সাব্বির। এতে সে গুরুতর আহত হয়।
স্বজনেরা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা আকসুর রহমান প্রথম আলোকে বলেন, সাব্বিরের বাবা নাসির ভূঁইয়া পরিবার নিয়ে কোনাপাড়ার শান্তিবাগ এলাকায় থাকেন। সেখানেই একটি চায়ের দোকান আছে নাসির ভূঁইয়ার। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিল সাব্বির।
ডেমরা কোনাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানা প্রথম আলোকে বলেন, শিশুটি তাদের বাসার কাছেই অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। পরে রাত ১০টার দিকে শিশুটির মৃত্যু হয়।