পোস্তাগোলায় মাইক্রোবাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর পোস্তগোলা ব্রিজের কাছে আজ শুক্রবার সন্ধ্যায় মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী মারা গেছেন। তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে, তাঁর বয়স ৫০ বছর হতে পারে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ সন্ধ্যা পাঁচটার দিকে এক পথচারী পোস্তগোলা ব্রিজের কাছে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সাদা রঙের বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ওই ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে তার দুই পা ভেঙে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। অন্য পথচারীরা তাঁকে রক্তাক্ত অবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাঁর গায়ে কমলা রঙের হাফ হাতা গেঞ্জি এবং পরনে চেক লুঙ্গি ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতনামা ওই পথচারীকে মৃত ঘোষণা করেন। তাকে নিয়ে আসা দুই পথচারী জানিয়েছেন, দুর্ঘটনা ঘটিয়ে বেপরোয়া গতির মাইক্রোবাসটি পালিয়ে যায়।