রাজধানীর কারওয়ানবাজারের অর্ধশতাধিক মিন্তি (মালামাল বহনকারী) শ্রমিকদের খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে বাজারের কাঠপট্টি এলাকায় তাঁদের মধ্যে চাল, ডাল, ভোজ্যতেলসহ ৯ ধরনের খাদ্যপণ্য বিতরণ করা হয়।
আসন্ন ঈদ উপলক্ষে মিন্তি শ্রমিকদের এ খাদ্যসহায়তা দিয়েছে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন (কিউএলএফ) নামের একটি প্রতিষ্ঠান। এ সহায়তার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি করে মসুর ডাল, চিনি, আলু, পেঁয়াজ, আধা কেজি লবণ, এক প্যাকেট সেমাই, এক লিটার সয়াবিন তেল ও একটি মুরগি।
খাদ্যসহায়তা পান ১৫ বছর ধরে মিন্তি শ্রমিকের কাজ করা সমশের আলী। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকায়। কাঁচাবাজার আড়তের দোতলায় থাকেন জানিয়ে তিনি বলেন, ‘আগামী সোমবার বাড়িত যামু। মুরগিখান জবাই করে ফ্রিজে রাইখা দিমু। বাকি জিনিসগুলা বাড়িত যাওনের সময় লগে নিমু।’ আগে কখনো এমন সহায়তা পাননি বলেও জানান তিনি।
কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের সমন্বয়ক দলিলুর রহমান বলেন, মিন্তিরা সব সময় মানুষের বাজারসদাই বহন করেন। কিন্তু তাঁরা কখনো নিজের এত বাজার নিয়ে বাসায় যেতে পারেন না। এ রকম চিন্তা থেকেই এই উদ্যোগ। এটা আসলে মিন্তি শ্রমিকদের সবার কাছে পরিচয় করিয়ে দেওয়ার মতো। মিন্তিদের মধ্যে শারীরিকভাবে যাঁরা বেশি দুর্বল এবং যাঁদের সাহায্য প্রয়োজন, এমন ৫১ জনকে সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
দলিলুর রহমান আরও বলেন, মিন্তি শ্রমিকদের বেশির ভাগই নদীভাঙনে সব হারিয়েছেন। যাঁরা সব হারিয়েও কাজ করে জীবিকা নির্বাহ করতে চান, তাঁদের পাশে সবাইকে এগিয়ে আসা উচিত।
খাদ্যসহায়তা বিতরণ অনুষ্ঠানে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।