থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশুর বাবাকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে আইদেশির অনুষ্ঠানে। গতকাল শনিবার এ অনুষ্ঠান হয়
থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশুর বাবাকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে আইদেশির অনুষ্ঠানে। গতকাল শনিবার এ অনুষ্ঠান হয়

থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আলোচনা ও বিনা মূল্যে স্ক্রিনিংয়ের আয়োজন আইদেশির

থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিনা মূল্যে স্ক্রিনিংয়ের আয়োজন করল গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড ইনিশিয়েটিভ (আইদেশি)। থ্যালাসেমিয়া দিবস ছিল ৮ মে। আর এ উপলক্ষে আইদেশির আয়োজনগুলো হয় গতকাল শনিবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি থ্যালাসেমিয়া নিয়ে কাজে আইদেশির পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এর পাশাপাশি এ রোগের বিষয়ে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।

সেমিনারের শুরুতে আইদেশির চিফ অপারেটিং অফিসার মো. রফিকুর রহমান সংগঠনের পরিচিতি ও অর্জনগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইদেশির প্রধান এবং ম্যাগসাইসাই বিজয়ী বিজ্ঞানী অধ্যাপক ফেরদৌসী কাদরী।

অনুষ্ঠানে আইদেশির নিজস্ব তহবিল ‘বেনেভোলেন্ট ফান্ড ফর দ্য আন্ডারপ্রিভিলেজড’ থেকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত এই শিশুর বাবাকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক তাহমীদ আহমেদ। সেমিনারে অন্য বক্তাদের মধ্যে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত সুলতানা, অধ্যাপক ডা. অখিল রঞ্জন বিশ্বাস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. রেজাউল করিম প্রমুখ।

সেমিনার কমিউনিটি হাসপাতালের শিক্ষার্থী, বাংলাদেশের থ্যালাসেমিয়া রোগী ও অভিভাবকদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ানা ও নিপসম থেকে নির্বাচিত কিছু শিক্ষার্থী অংশ নেন।