দেশের বিভিন্ন জেলায় গণিতের উৎসব শুরু হয়েছে আগেই। এবার উৎসবের পালা ঢাকায়। ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪’-এর ঢাকা আঞ্চলিক পর্ব আজ শুক্রবার সকালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় শুরু হয়েছে। দিনব্যাপী এ উৎসবে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।
সকাল ৯টায় উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক আবদুল হাকিম খান এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ করপোরেট বিজনেস অফিসার (সিসিবিও) এহতেশামুল হক খান।
জাতীয় সংগীত পরিবেশন করে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। পরে অতিথিরা বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য মাহমুদুল হাসান ও শাহাদাত উল্লাহ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের গণিতের ভীতি দূর করতেই এই উৎসবের আয়োজন করা হয়। প্রথম আলো নানা ধরনের আয়োজনে যুক্ত। কারণ, প্রথম আলো সব ক্ষেত্রে বাংলাদেশের জয় দেখতে চায়। সোনার বাংলাদেশ গড়তে সোনার মানুষ লাগবে। শিক্ষার্থীদের চিন্তা ও চেতনায় এগিয়ে থাকতে হবে। তোমাদের জয়ের মধ্য দিয়েই বাংলাদেশের জয় হবে।’
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন ইলিয়াস উদ্দীন বিশ্বাস। তিনি বলেন, এই উৎসবের শুরুর দিকে শিক্ষার্থী ছিল অনেক কম। এবার ৭০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিকে অর্থের সমস্যা ছিল। প্রথম আলো ও ডাচ্-বাংলা ব্যাংক এগিয়ে আসায় ধারাবাহিকভাবে এমন আয়োজন করা সম্ভব হয়েছে।
গণিত উৎসবের শিক্ষার্থীদের আতিথেয়তা দিতে পেরে আনন্দিত বলে জানান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার সহকারী প্রধান শিক্ষক (দিবা) মো. মোয়াজ্জেম হোসেন। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
এহতেশামুল হক খান বলেন, ‘মুক্ত চিন্তা, সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে সুন্দর দেশ ও মানুষ গড়া সম্ভব। আর এটি করতে হবে গণিতের চর্চার মধ্য দিয়ে। শিক্ষার্থীরা গণিতের ভয় জয় করেছে, তার প্রমাণ শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেড়েছে। ফলে কয়েক ধাপে পরীক্ষা নিতে হচ্ছে। তোমাদের হাত ধরেই সোনার বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে।’
উদ্বোধনী পর্বের পর সকাল ৯টা ৪০ মিনিটে শুরু হয়েছে সোয়া এক ঘণ্টার পরীক্ষা পর্ব। তিন ধাপে পরীক্ষা পর্ব চলবে বিকেল চারটা পর্যন্ত। প্রথম পর্বে অংশ নিচ্ছে সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির শিক্ষার্থীরা। বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে প্রাইমারি ক্যাটাগরি এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা জুনিয়র ক্যাটাগরির পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা আঞ্চলিক উৎসবে ঢাকা মহানগর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকা থেকে দশম শ্রেণিপড়ুয়া মেয়েকে নিয়ে গণিত উৎসবে এসেছেন মো. রাশেদুল ইসলাম। তাঁর মেয়ে জান্নাতুল ফেরদৌস এবারই প্রথম গণিত উৎসবে অংশ নিয়েছে। জান্নাতুলের গণিত ভালো লাগে। সে বলল, ‘এই উৎসবের কথা শিক্ষক-বন্ধুদের কাছে শুনেছি। এবার অংশ নিয়ে আঞ্চলিক পর্বে আসতে পেরে ভালো লাগছে।’
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করেছে ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ এই স্লোগানকে সামনে রেখে।
আয়োজকেরা জানান, ঢাকা আঞ্চলিক পর্বের বিজয়ীদের ফলাফল পরীক্ষার দুই দিনের মধ্যে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া বিজয়ীদের নিয়ে চলতি সপ্তাহে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। যারা বিজয়ী হবে, তাদের ই–মেইল ও মেসেজের মাধ্যমে পুরস্কার বিতরণীর তারিখ, সময় ও ভেন্যু জানিয়ে দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর জাহিদ হোসাইন খান। গণিত উৎসবস্থলে রয়েছে প্রথমা প্রকাশন, কিশোর আলো, বিজ্ঞানচিন্তা, তাম্রলিপি, দ্বিমিক প্রকাশনী, তৌফিক প্রকাশন, ল্যাববাংলা, আদর্শ, স্বপ্ন ’৭১, বাংলার ম্যাথ, মনের বন্ধু, রকমারি ডট কম, অন্যরকম বিজ্ঞানবাক্সের প্রকাশনীর স্টল। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা, পিঠা ও চা-কফির আয়োজনও রয়েছে।
এবার উৎসবের মধ্য দিয়ে চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বাথ শহরে অনুষ্ঠেয় ৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হবে। এবার গণিত উৎসবের জন্য সারা দেশ থেকে অনলাইনে প্রায় ৭১ হাজার শিক্ষার্থী নিবন্ধন করে।
নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়। বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে এখন ১৮টি শহরে ‘আঞ্চলিক গণিত উৎসব’ অনুষ্ঠিত হচ্ছে। আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীদের নিয়ে আগামী ১-২ মার্চ ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে জাতীয় গণিত উৎসব ২০২৪।