মা দিবস উপলক্ষে সাত দিনব্যাপী ‘অপরাজিতার রঙ’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জলকন্যা। রোববার (১২ বিকেলে ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে প্রদীপ প্রজ্বালন করে প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ফারেহা জেবা ও অভিনয়শিল্পী মোমেনা চৌধুরী।
জলকন্যার ১১ জন শিল্পীর ৩৫টি চিত্রকর্ম নিয়ে চলবে এ প্রদর্শনী। কেবল জলরঙেই নয়, অ্যাক্রেলিকের বেশ কিছু কাজও রয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনীর টাইটেল স্পনসর দ্য সিটি ব্যাংক লিমিটেড।
মায়েদের স্মরণে ও সম্মানে কবিতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কবিতা পাঠ করেন মাহি ফারহানা, নিশাত জেসমিন ও তাসনুভা অরিণ।
মোমেনা চৌধুরী বলেন, জলকন্যার এই আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। মা দিবসকে উপলক্ষ করে চিত্র প্রদর্শনীর আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
ফারেহা জেবা বলেন, ‘আমার মায়ের খুব প্রিয় ছিল অপরাজিতা। চারুকলায় ভর্তি ও ছবি আঁকায় আমার মায়ের ভূমিকা ছিল সবচেয়ে বেশি।’
অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা করেন জলকন্যার প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গমেজ।
প্রদর্শনীতে অংশ নেন সুপর্ণা এলিস গমেজ, সাবিয়া নাসরিন, তসলিমা খন্দকার, এস বি নুসরাত জাহান, নাজিয়া হাসান, রোকসানা সুলতানা, ফ্লোরা উর্মিলা রড্রিক, তেরেজা ইশা গমেজ, এলিনা চাকমা, জ্যাকলিন রিয়া রোজারিও ও ফারহানা তাবাসসুম।
আগামী শুক্রবার পর্যন্ত প্রদর্শনীটি চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে আসা যাবে।