ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহান বিজয় দিবসের উন্মুক্ত কনসার্ট শুরু হয়েছে
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহান বিজয় দিবসের উন্মুক্ত কনসার্ট শুরু হয়েছে

বিজয় দিবসের কনসার্টে গাইলেন প্রীতম, কনকচাঁপা

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহান বিজয় দিবসের উন্মুক্ত কনসার্ট শুরু হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে ‘সবার আগে বাংলাদেশ’ নামে এই কনসার্ট শুরু হয়।

‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠনটি ১০ ডিসেম্বর আত্মপ্রকাশ করেছে। মূলত বিএনপির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় সংগঠনটি গড়ে উঠেছে। সংগঠনের আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী।

কনসার্টের শুরুতে গান পরিবেশন করেন শিল্পী নাসির খান। পরে বেলা সোয়া দুইটার দিকে মঞ্চে ওঠেন প্রীতম হাসান। তিনি প্রথমে ‘খোকা’ গান পরিবেশন করেন। পরে ‘হাতে লাগে ব্যথারে’, ‘উরাধুরা’ গানগুলো পরিবেশন করেন।

এরপরে মঞ্চে সংগীত পরিবেশন করেন কনকচাঁপা। ‘সাগরিকা, বেঁচে আছি তোমারই ভালোবাসায়’ গানটি করেন তিনি।

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহান বিজয় দিবসের উন্মুক্ত কনসার্ট শুরু হয়েছে

কনসার্টে এককভাবে গাওয়ার কথা রয়েছে বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, মৌসুমী ও জেফারের। এ ছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসেরও পারফর্ম করার কথা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, জাতীয় সংসদ ভবনের উল্টো দিকে সড়কে মঞ্চ করা হয়েছে। কনসার্টের জন্য মানিক মিয়া এভিনিউয়ের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

অন্য পাশের সড়ক দিয়ে উভয় দিকের যানবাহন চলছে। কনসার্টে অংশ নিতে পরিবার-বন্ধুবান্ধব নিয়ে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। দর্শকেরা সড়ক বিভাজকের গাছে উঠেও কনসার্ট দেখছেন।

আয়োজকেরা বলছেন, কনসার্টটি রাত ১১টা পর্যন্ত চলবে।