রাজধানীর হাজারীবাগ এলাকার সোনার বাংলা ফলের আড়তের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী মারা গেছেন। ওই নারীর নাম নুর জাহান বেগম (৩২)। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে। আটক করা হয়েছে চালক জসিমকে।
পুলিশ জানায়, মোটরসাইকেলটি পিকআপটিকে অতিক্রম করতে গেলে পিকআপটি ধাক্কা দেয়। এতে পড়ে যান মোটরসাইকেলের চালক ও আরোহী। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান নুর জাহান। তবে চালক অক্ষত আছেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সায়দুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, নুর জাহানের স্বামীর নাম শামসুল হাফেজ। নুর জাহান ধানমন্ডি এলাকার একটি কম্পিউটারের দোকানে ঝাড়ুদারের কাজ করতেন। তাঁর বাড়ি লালমনিরহাটের আদিতমারীর বানভাসা গ্রামে। ঢাকার হাজারীবাগ এলাকার সালাম সরদার রোডের একটি ভাড়া বাসায় থাকতেন তাঁরা।
গতকাল রোববার কুড়িল বিশ্বরোড একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন নাদিয়া নামের এক শিক্ষার্থী। তিনি বন্ধু মেহেদির (মোটরসাইকেলচালক)সঙ্গে বই কিনতে যাচ্ছিলেন। তবে মেহেদির আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।