স্থায়ী ক্যাম্পাস পরিচালনার সনদ পেয়েছে ইউআইইউ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন ও পরিচালনার সনদ পেয়েছে
ছবি: সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন ও পরিচালনার সনদ পেয়েছে।

রাজধানীর মাদানী এভিনিউয়ের ইউনাইটেড সিটিতে স্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে ইউআইইউ— এই মর্মে গত ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মতামত অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের আওতায় বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন ও পরিচালনার জন্য এ সনদ দেওয়া হয়েছে।

বাংলাদেশেই আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের লক্ষ্যে ইউনাইটেড গ্রুপের আর্থিক আনুকূল্যে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। ২০১৮ সাল থেকে মাদানী এভিনিউয়ে নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

বর্তমানে দেশে ১১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় স্থায়ী সনদ পেয়েছে। নিয়ম অনুযায়ী, যেকোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে প্রথমে সাময়িক অনুমোদন দেওয়া হয়। পরে নির্ধারিত শর্ত পূরণ করা সাপেক্ষে স্থায়ী সনদ দেওয়া হয়।