রাজধানীর গুলশান-২ নম্বরের ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় আজ বুধবার অভিযান চালানো হয়
রাজধানীর গুলশান-২ নম্বরের ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় আজ বুধবার অভিযান চালানো হয়

কাচ্চি ভাইয়ের ট্রেড লাইসেন্স ছাড়া নেই অন্য কোনো অনুমোদন, লাখ টাকা জরিমানা

রাজধানীর গুলশান-২ নম্বরের ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েন।

এ ছাড়া গুলশানে সেবা হাউস নামের একটি ভবনের মালিককে ৫০ হাজার টাকা ও ধানসিঁড়ি নামের একটি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গুলশান-২ নম্বর গোলচত্বরসংলগ্ন ৪৬ নম্বর সড়কের ৩৩ নম্বর প্লটের ৫ তলা ভবনের দোতলার এক পাশে ছিল কাচ্চি ভাইয়ের রেস্তোরাঁ। সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে দেওয়া ট্রেড লাইসেন্স ছাড়া এ রেস্তোরাঁর অন্য কোনো সংস্থার অনুমোদন নেই। অগ্নিনিরাপত্তা ছাড়পত্রের বিষয়ে আবেদন করা হয়েছে, কিন্তু সেটি এখনো অনুমোদন পায়নি।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েন বলেন, নিরাপদ খাদ্য আইনে কাচ্চি ভাই রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর অন্যান্য সংস্থার অনুমোদন নিতে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে অনুমোদন না নিতে পারলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে।

ওই ভবনের নিচতলায় গিরোস গ্রিক ফুড, ধানসিঁড়ি রেস্তোরাঁ, দোতলায় পেশোয়ার ডাইন, রাজ কাচ্চি, চারতলায় ক্যাফে সেলিব্রিটা রেস্তোরাঁ ও পাঁচতলায় কিংফিশার রেস্তোরাঁ অ্যান্ড বারসহ একটি আবাসিক হোটেল রয়েছে।