এখন থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় নতুন ভবন নির্মাণের সময় ওই সংস্থার কর্মকর্তাদের উপস্থিত থাকতে হবে। অনুমোদিত নকশা অনুসরণ নিশ্চিত করতে পাইলিং, ছাদ ঢালাই—এমন কাজের সময় রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থেকে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
সম্প্রতি রাজউকের পরিচালক উন্নয়ন নিয়ন্ত্রণ-১–এর পাঠানো এক নির্দেশনায় এই নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, রাজউকের অন্তর্ভুক্ত এলাকায় নির্মাতা প্রতিষ্ঠান, ব্যক্তি বা তাদের মনোনীত কারও উদ্যোগে ভবন নির্মাণের সময় অনুমোদিত নকশা অনুসরণ নিশ্চিত করতে হবে। এ জন্য ভবনের পাইলিং, লে-আউট, ছাদ ঢালাই—এসব কাজের সময় সংশ্লিষ্ট এলাকার রাজউকের ইমারত পরিদর্শক, প্রধান ইমারত পরিদর্শক ও সহকারী কর্মকর্তাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে।
নতুন ভবনের নির্মাণকাজে অনুমোদিত নকশা সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা এই কর্মকর্তারা পর্যবেক্ষণ করে পরিদর্শন বইতে লিখে রাখবেন। পাশাপাশি প্রমাণ হিসেবে তাঁদের ওই নির্মাণাধীন ভবনের ছবি ও ভিডিও ক্লিপ তৈরি করে এসব তথ্য–প্রমাণ রাজউকের পরিচালকের (উন্নয়ন-১) দপ্তরে পাঠাতে হবে।