শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করতে এবং বিজ্ঞানবিষয়ক সৃজনশীলতার বিকাশে রাজধানীতে শুক্রবার শুরু হচ্ছে দুদিনব্যাপী ‘স্পুতনিক কসমসফেস্ট’। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, গ্রিড বাড নার্সারি স্কুল ও রাশিয়ান হাউস ঢাকা যৌথভাবে এই আয়োজন করেছে।
প্রথম দিন শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান হবে এলিফ্যান্ট রোডের (বাটা সিগন্যাল–ভোজ্যতেলের গলি) এডিডিএল জেইনে। আর শনিবারের অনুষ্ঠান হবে আর কে মিশন রোডের গ্রিন বাড নার্সারি স্কুলে (রোজ গার্ডেনের উত্তর দিকে)। ওই দিন সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত চলবে অনুষ্ঠান।
১৯৫৭ সালের ৪ অক্টোবর মহাকাশের উদ্দেশে রাশিয়ার প্রথম কৃত্রিম উপগ্রহ ‘স্পুতনিক’ উৎক্ষেপণ করা হয়। সেই দিন উপলক্ষে স্পুতনিক কসমসফেস্টের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রদর্শনী, বিজ্ঞানবিষয়ক চিত্রাঙ্কন, রকেট মডেল তৈরির কার্যক্রম, জ্যোতির্বিদ্যা ক্যাম্প ও ফিল্ম শো এবং টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ প্রভৃতি বিষয় থাকবে।
এই আয়োজনে অংশ নিতে নিবন্ধন করতে হবে। তবে নিবন্ধনের জন্য কোনো ফি দিতে হবে না।