কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে অবসরে যেতে আবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে আবেদন করেন তিনি। মেয়র দেশে না থাকায় আবেদনের বিষয়টি মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরের দিন ৬ আগস্ট থেকে আশিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অদক্ষতা, অযোগ্যতা ও অসহযোগিতার অভিযোগে আন্দোলন শুরু করেন করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। টানা ছয় দিন আন্দোলনের পর আজ অবসরে যেতে আবেদন করেছেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তিনি (আশিকুর রহমান) স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করেছেন। বিষয়টি যেহেতু জরুরি, তাই মেয়র দেশে না থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজই মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।’
আজ সকাল সাড়ে নয়টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের দোতলায় প্রধান নির্বাহীর দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন কয়েক শ কর্মকর্তা ও কর্মচারী। তাঁরা একপর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে অপসারণ করতে প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিখিত চিঠি দেন। ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন তাঁরা। এর কিছুক্ষণ পরই খবর আসে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান অবসর গ্রহণের জন্য আবেদন করেছেন।