রবি আজিয়াটা লিমিটেড ও বাংলালিংক নিজেদের নেটওয়ার্ক অবকাঠামো শেয়ার কার্যক্রম যাচাই করতে চুক্তি স্বাক্ষর করেছে
রবি আজিয়াটা লিমিটেড ও বাংলালিংক নিজেদের নেটওয়ার্ক অবকাঠামো শেয়ার কার্যক্রম যাচাই করতে চুক্তি স্বাক্ষর করেছে

নেটওয়ার্ক ভাগাভাগি করবে রবি ও বাংলালিংক

নেটওয়ার্ক সেবার পরিধি বাড়াতে দেশের অন্যতম দুই মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও বাংলালিংক নিজেদের নেটওয়ার্ক অবকাঠামো পরস্পরের সঙ্গে ভাগাভাগি করবে। এ জন্য সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে তারা।

আজ শুক্রবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২৪ উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। চুক্তির বিষয়টি আজ রবি ও বাংলালিংকের এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগ দেশের টেলিযোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনবে। তাদের প্রথম পদক্ষেপ হবে নেটওয়ার্ক শেয়ারিংয়ের বিষয়ে প্রযুক্তিগত ও আর্থিক সম্ভাব্যতা যাচাই করা। প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর নেটওয়ার্ক অবকাঠামোর যৌথ ব্যবহার শুরু হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলালিংক ও রবির মধ্যে এই যৌথ উদ্যোগ নতুন উদ্ভাবনকে উৎসাহিত করবে। পাশাপাশি, এটি দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডে দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহারকেও উৎসাহ দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্জাহান মাহমুদ, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।