ইমারত বিধিমালা না মেনে ও অগ্নিঝুঁকি মোকাবিলার কোনো ব্যবস্থা না রেখে ব্যবসা পরিচালনার অপরাধে রাজধানীর ছয়টি প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার পুরান ঢাকার চকবাজার ও বনানী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অগ্নিনিরাপত্তা নিশ্চিতে আজ পুরান ঢাকার কামালবাগ এলাকাতে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি। এর আগে গতকাল সোমবার কামালবাগের যে স্থাপনায় আগুন লেগেছিল, ওই স্থাপনা পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।
অভিযানে কামালবাগের ওই স্থাপনায় ব্যবসা করতে যে ধরনের অনুমতিপত্রের প্রয়োজন হয়, সেই সংক্রান্ত নথি দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এরপর স্থাপনার পাশের একটি ভবনে গিয়ে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা দেখতে পান সেখানে অগ্নিঝুঁকি মোকাবিলার কোনো ব্যবস্থা নেই। ওই ভবনে তিনটি অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) পাওয়া গেলেও সেগুলো বিকল অবস্থায় পড়ে ছিল। এ ছাড়া শরীফ প্লাস্টিক নামের ওই প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়।
দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, এই ২ প্রতিষ্ঠান বাদে আরও ২টি প্রতিষ্ঠানকে তিনি ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছেন। ফায়ার সার্ভিসের শর্ত পূরণ না করে ব্যবসা করার কারণে এসব জরিমানা করা হয় বলে জানান তিনি।
এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত আজ বনানী এলাকায় অভিযান চালান। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বনানীর আহেলী কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট ও কোল অ্যান্ড কফি নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ইমারত বিধিমালা না মেনে এসব প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে বলে জানিয়েছে রাজউক।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে আহেলী কাবাবকে ২০ দিন সময় দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময়ের মধ্যে অনুমোদন নেওয়া না হলে রেস্তোরাঁটির কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।