বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, তরুণদের বিজ্ঞান নিয়ে এগিয়ে যেতে হবে। বিশেষ করে আঠারো বছরের কম বয়সী তরুণেরাই বাংলাদেশের পরিবর্তনের মাইলফলক রচনা করবে।
মহান বিজয় দিবস স্মরণে গতকাল মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, বাংলাদেশের মেয়েরা যেভাবে হিমালয় জয় করেছে, সেভাবে শিক্ষার্থীরাও বাংলাদেশসহ সারা পৃথিবীকেও এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, উন্নয়নের কর্মযজ্ঞে বাংলাদেশ পৃথিবীতে এখন ঈর্ষণীয় অবস্থানে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তার উজ্জ্বল দৃষ্টান্ত।
সারা দেশ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জনকে বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া ১৯তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক বিজয়ী চারজনকে সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. মোজাম্মেল হক, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান আফতাব আলী শেখ, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনির হাসান প্রমুখ বক্তব্য রাখেন।