ভয়াবহ আগুনে বঙ্গবাজারের দোকানগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে
ভয়াবহ আগুনে বঙ্গবাজারের দোকানগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে

তোফাজ্জল, রাসেলদের চোখে জল, দোকান থেকে বের করতে পারেননি কিছুই

ভয়াবহ আগুনে রাজধানী বঙ্গবাজারের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়েছে বঙ্গবাজারের পাশে এনেক্স ভবনেও।

ঘটনাস্থল থেকে প্রতিবেদক বলেন, অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের দোকানগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে।

বঙ্গবাজারে দাঁড়িয়ে কাঁদছেন এক ব্যবসায়ী

মো. তোফাজ্জলের শাড়ির দোকান ছিল বঙ্গবাজারের ভেতরে। ঈদকে সামনে রেখে দোকানে নতুন নতুন শাড়ি তুলেছিলেন তিনি। তোফাজ্জলকে বাজারের সামনে দাঁড়িয়ে অসহায়ভাবে কাঁদতে দেখা গেল। বললেন, কিছুই বের করতে পারেননি।

তোফাজ্জলের পাশেই দাঁড়িয়ে ছোটাছুটি করছিলেন আর কাঁদছিলেন সৈয়দ রাসেল নামের এক ব্যক্তি। বঙ্গ ইসলামিয়া বাজারে তাঁর শার্টের দোকান ছিল। তিনি বললেন, সব পুড়ে শেষ হয়ে গেছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪৩টির বেশি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে রয়েছে সেনাবাহিনী, পুলিশ। স্থানীয় লোকজনকেও আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সহায়তা করতে দেখা গেছে। বঙ্গবাজারসংলগ্ন হানিফ উড়ালসড়কের ওপরে মানুষের ভিড় জমেছে।

অগ্নিকাণ্ডে অবশিষ্ট দোকানগুলো থেকে মালপত্র বের করতেও ব্যবসায়ীদের সহায়তা করছেন স্থানীয় লোকজন।

আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সকাল আটটার দিকে প্রথম আলোকে বলেন, তাঁরা হতাহতের কোনো খবর পাননি।