বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. দুলাল সরদার হত্যা মামলার আসামি মো. আকরাম খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আকরাম ঢাকার বাড্ডা ৩৭ নম্বর ওয়ার্ডের কৃষক লীগের যুগ্ম সম্পাদক।
গতকাল বুধবার মধ্যরাতে বাড্ডা থানার ডিআইটি প্রজেক্টের ৯ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে বাড্ডা থানা-পুলিশ আকরামকে গ্রেপ্তার করে।
বাড্ডা থানা সূত্র জানায়, গত ১৮ জুলাই সকাল ১০টার দিকে বাড্ডা থানার ব্র্যাক ইউনিভার্সিটি সড়কে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়েছিলেন দুলাল সরদার। এ সময় আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে দুলাল ঘটনাস্থলেই মারা যান।
ওই ঘটনায় গত ২ অক্টোবর মো. শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি বাড্ডা থানায় হত্যা মামলা করেন।