বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের সঙ্গে পুলিশের ‘অসদাচরণের’ নিন্দা শিক্ষক নেটওয়ার্কের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরী ও একই বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়ার সঙ্গে পুলিশের ‘অসদাচরণের’ তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একই সঙ্গে এ ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে শিক্ষকদের এ প্ল্যাটফর্ম।

নেটওয়ার্কের পক্ষে অধ্যাপক গীতি আরা নাসরীন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও দাবি জানান। এতে বলা হয়, ‘জুলাই হত্যাকাণ্ডের’ বিচারের দাবিতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের প্রতি এক চরম আঘাত। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চলাকালে শিক্ষার্থীদের রক্ষায় শিক্ষকেরা এগিয়ে গেলে তাঁর ওপরও হামলা করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন-সংশ্লিষ্ট হত্যাকাণ্ড, শিক্ষকদের ওপর হামলা ও পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বাধীন মতপ্রকাশের অধিকারে বাধা দেওয়ার প্রতিবাদে সমাবেশ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া চলমান গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী শুক্রবার (২ আগস্ট) শিক্ষার্থী-জনতার শোকযাত্রার আহ্বান করা হয়েছে। এদিন বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

ওই সমাবেশে সভাপতিত্ব করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। এতে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকেরাও এতে অংশ নেবেন।