ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

শাহবাগে সমাবেশ ঘিরে সন্দেহ: ‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশের’ মাহবুবুলসহ ১৮ জন কারাগারে

ঋণ দেওয়ার নামে রাজধানীতে বেআইনি জমায়েত করার অভিযোগে গ্রেপ্তার মাহবুবুল আলম চৌধুরীসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেন।

এই বেআইনি জমায়েতের মামলার প্রধান আসামি গ্রেপ্তার এ বি এম মোস্তফা আমিনকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোস্তফা আমিন ‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠনের আহ্বায়ক। ওই সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মাহবুবুল আলম চৌধুরী।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) জিন্নাত হোসেন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের কাজে বাধা ও ষড়যন্ত্র করার অভিযোগে মাহবুবুলসহ ১৮ জনকে আজ মঙ্গলবার আদালতে হাজির করে তাঁদের কারাগারে পাঠানোর আবেদন করে শাহবাগ থানা–পুলিশ। আসামিপক্ষ থেকে জামিন আবেদন করা হয়। আদালত জামিন আবেদন নাকচ করে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ১৮ আসামি হলেন মাহবুবুল আলম চৌধুরী (৫৬), জিয়াউর রহমান (৫৭), সৈয়দ ইশতিয়াক আহমেদ (৪৭), মেহেদী হাসান (৩৪), রাহাত হোসেন (৫৫), মো. মাসুদ (৩৭), মো. ইব্রাহীম (২৯), আলেক ফারাজী (৪৪), সাইফুল ইসলাম (৪৮), আবু বক্কর (৪৯), মো. রিংকু (২১), নিজাম উদ্দিন (৩২), সৈয়দ হারুন অর রশীদ (৬০), আফজাল মণ্ডল (৪২), আবদুর রহিম (৩০), মো. নূরনবী (৪৫) , মো. শহীদ (২৮) ও কহিনূর আক্তার (৫০)।

পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শাহবাগ থানা–পুলিশ গতকাল সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে খবর পায়, আসামি জিয়াউর রহমান ও মাহবুবুল আলম চৌধুরীসহ অন্যরা অপরাধমূলক ষড়যন্ত্র করছেন। তাঁরা দাঙ্গা সৃষ্টির জন্য সারা দেশ থেকে মানুষজনকে ঋণ দেওয়ার নাম করে শাহবাগে জড়ো করেছেন। পরে পুলিশ তাঁদের এলাকা ছেড়ে যেতে বললে পুলিশের কাজে বাধা দেন আসামিরা। এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে গতকাল মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের পক্ষ থেকে তাঁদের আইনজীবীরা আজ লিখিতভাবে আদালতের কাছে দাবি করেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নন।

এই মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাহফুজুর রহমান লিখিতভাবে আদালতকে জানান, আসামিরা ‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ’–এর ব্যানারে ষড়যন্ত্র করেন। ঋণ দেওয়ার নাম করে তাঁরা দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন জড়ো করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর ষড়যন্ত্র করার কথা স্বীকার করেছেন।

এদিকে ঋণ নিতে ঢাকায় আসার পথে লক্ষ্মীপুরে গ্রেপ্তার ৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া টাঙ্গাইলের ভূঞাপুরে আটক ১৩ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। মানিকগঞ্জে গ্রেপ্তার ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।