রাজধানীর বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতানের ১০ তলা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২৩ সালের ৪ এপ্রিল বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ হাজার ৯৩১টি দোকান পুড়ে যায়। এর এক বছর পর আজ শনিবার নতুন বিপণিবিতানের নির্মাণকাজের উদ্বোধন করা হলো।
বঙ্গবাজার, গুলিস্তান, মহানগর ও আদর্শ হকার্স মার্কেট থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের জন্য ২ হাজার ৯৬১টি দোকান বরাদ্দ দেওয়া হবে এ বিপণিবিতানে। নিয়ম অনুযায়ী আবেদনের ভিত্তিতে অতিরিক্ত ২৪৪টি দোকান বরাদ্দ দেওয়া হবে।
১০৬ দশমিক ২৮ কাঠা জমির ওপর ১০ তলা এ বিপণিবিতানে চারটি ব্লক, পাঁচটি সাধারণ সিঁড়ি, ছয়টি জরুরি সিঁড়ি ও ৮০-১১০ বর্গফুটের ৩ হাজার ২১৩টি দোকান থাকবে। প্রতিটি তলায় ২৫০ বর্গফুটের ফুডকোর্ট ও আলাদা শৌচাগার থাকবে।
ভবনে থাকবে আটটি লিফট; যেগুলোর চারটি যাত্রী ও চারটি পণ্য ওঠানামায় ব্যবহার করা হবে। সহজে যাতায়াতে বাজারের চারপাশে ৭ থেকে ১০ ফুটের চওড়া রাস্তা থাকবে।
এ ছাড়া ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ১৬৯টি গাড়ি ও ১০৯টি মোটরসাইকেলের জন্য পার্কিংয়ের জায়গা থাকবে।
বঙ্গবাজার, গুলিস্তান, মহানগর ও আদর্শ হকার্স মার্কেট থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের জন্য ২ হাজার ৯৬১টি দোকান বরাদ্দ দেওয়া হবে এ বিপণিবিতানে। নিয়ম অনুযায়ী আবেদনের ভিত্তিতে অতিরিক্ত ২৪৪টি দোকান বরাদ্দ দেওয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বিপণিবিতানের নির্মাণকাজ শেষ হবে।