নোবেলজয়ী গুরনাহ ইউল্যাব ক্যাম্পাসে

ইউল্যাবে এক আলোচনায় বক্তব্য দেন নোবেলজয়ী সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ
ছবি: সংগৃহীত

নোবেলজয়ী তানজানিয়ার বংশোদ্ভূত ব্রিটিশ সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে এক আলোচনায় অংশ নিয়েছেন। গতকাল সোমবার ‘রাইটিং অ্যান্ড ইটস হিন্টারল্যান্ড’ শিরোনামের আলোচনায় যোগ দেন তিনি ।

আবদুলরাজাক গুরনাহর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবীন লেখকদের উদ্দেশে আবদুলরাজাক গুরনাহ বলেন, ‘একজন লেখকের স্মৃতি যদি তাঁর লেখার পটভূমি হয়, তবে তা হতে হবে বিশদ। একে একপ্রকার গবেষণাও বলা যায়। তাঁর স্মৃতিকে আরও বিশদভাবে ব্যক্ত করতে তাঁকে পর্যাপ্ত পড়ালেখাও করতে হবে।’

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট কাজী আনিস আহমেদ। সমাপনী বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা সামসাদ মর্তুজা।