রাজধানীর প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় ডিএনসিসি
রাজধানীর প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি

এক দিনে ৭৮টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ, নিলামে ১০ লাখ টাকায় বিক্রি

প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধে আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে ৭৮টি অটোরিকশা জব্দ করা হয়েছে। পরে জব্দ করা রিকশাগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০ লাখ টাকা বিক্রি করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

দুপুরে রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সামনের প্রধান সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা পর্যন্ত চালানো এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

ঢাকা উত্তর সিটির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, অভিযানে ৭৮টি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ওই রিকশাগুলোর মোট ৩১৫টি ব্যাটারি জব্দ করা হয়। পরে জব্দ করা রিকশা ও ব্যাটারি ১০ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

অভিযানের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, বর্তমানে ঢাকা শহরের প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল অনেক বেড়ে গেছে। এই অবৈধ অটোরিকশা চলাচলের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। সড়ক দুর্ঘটনাও অনেক বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) কর্মকর্তাদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।